ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযোদ্ধাদের কারণেই বাঙালি আজ স্বাধীনভাবে বাঁচতে শিখেছে

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ১০:৫৮ এএম, ০১ আগস্ট ২০১৭

মুক্তিযোদ্ধাদের কল্যাণ অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন বলেই বাংলার মানুষ আজ স্বাধীনভাবে বাঁচতে শিখেছে, কথা বলতে শিখেছে। মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পৌর মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ১ কোটি ৫২ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে নড়াইল শহরের রুপগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের ৮.২৫ শতাংশ নিজস্ব জমির ওপর তিনতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে।

হাফিজুল নিলু/এফএ/এমএস

আরও পড়ুন