ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কলেজছাত্র হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৯:৪১ এএম, ০১ আগস্ট ২০১৭

রাজশাহীতে কলেজছাত্র হত্যা মামলায় রতন (৩০) নামে এক পলাতক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শারমিন কবিতা আখতার।

মঙ্গলবার দুপুরে একই মামলায় অপর আট আসামিকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত রতনের বাড়ি রাজশাহী নগরের পঞ্চবটি এলাকায়।

মামলায় খালাস পাওয়া অন্য আসামিরা হলেন, রতনের বাবা সাইদুল ইসলাম (৪৫), ভাই স্বপন (২৪), চাচাতো বোন বুলবুলি (২৫), চাচি রেহেনা বেগম (২৮), প্রতিবেশী মানিক (৫০), মানিকের স্ত্রী পলি বেগম (৩০), মানিকের ছেলে শিমুল (১৮) ও বোন শিউলি বেগম (৩০)।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালে ২৪ নভেম্বর রাজশাহী নগরের পঞ্চবটি এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মর্তুজা হোসেনের ছেলে বিশাল হোসেন ওরফে জনীকে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে হত্যা করেন। বিশাল হোসেন রাজশাহী কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নয়জনকে আসামি করে নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

দ্রুতবিচার ট্রাইব্যুনালের আইনজীবী এন্তাজুল হক জানান, গত বছর এপ্রিল মাসে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। মামলার ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন।

এফএ/আরআইপি

আরও পড়ুন