ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানবপাচারে তালিকাভুক্ত আরো ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৯ মে ২০১৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানবপাচারে জড়িত আরো তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই তালিকাভুক্ত মানবপাচারকারী বলে দাবি পুলিশের।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের হারিয়াখালী গ্রামের গুরা মিয়ার ছেলে আবুল কালাম (৩৫), কাটাবনিয়া গ্রামের কালু মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন (৩০) ও একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মুহাম্মদ গফুর (২৬)।
 
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জাগো নিউজকে জানান, উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম ও গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের দুটি টিম টেকনাফের হারিয়াখালী ও কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের দাবি, মানবপাচারের তালিকায় গ্রেফতারকৃতদের নাম রয়েছে। এছাড়া থানায় তাদের বিরুদ্ধে  মানবপাচারের মামলা রয়েছে। তারা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে টেকনাফের পশ্চিম গোদারবিল গ্রামে অভিযান চালিয়ে দুই সহোদর আবদুস সামাদ (৩৩) ও আবদুল হামিদকে (২৫) আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে ছয়টি মানবপাচারের মামলা রয়েছে। এর আগে গত বুধবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে কালা মিয়া (৫০), শামশুল আলম (৪৫) ও শফিউল আলম (২৫) নামে তিন মানবপাচারকারীকে আটক করা হয়।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর