পুলিশের নাক ফাটানোর ঘটনায় শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মারপিট করে আবুল কালাম নামে এক পুলিশ সদস্যের নাক, মুখ ফাটিয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক মারুফ হাসান আল-নেমেরী ওরফে সুজনসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আহত পুলিশ কনস্টেবল আবুল কালাম (কনস্টেবল নং ২৮৫) নিজেই বাদী হয়ে শুক্রবার সকালে পাঁচজনের নাম দিয়ে ও অজ্ঞাত পরিচয় আরো পাঁচজনকে আসামি করে সাদুল্যাপুর থানায় মামলাটি দায়ের করেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন বাজারে বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকানে কেনাকাটা করতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন আবুল কালাম। পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজের প্রতিবাদ করায় ভাজাকালাই (মহেশপুর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন ও তার সহযোগিরা এলোপাথারি মারপিট করলে আবুল কালামের নাক ও মুখ ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
# শিক্ষকের ঘুষিতে নাক ফাটলো পুলিশের
অমিত দাশ/এমজেড/এমএস