জালালাবাদ গ্যাসলাইনে আগুন, আহত ৬
সিলেটে জালালাবাদ গ্যাসলাইনের পাইপ বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে দক্ষিণ সুরমায় কদমতলী বাস টার্মিনালের পাশের গ্যাসলাইনের পাইপ বিস্ফোরণে এ আগুনের সূত্রপাত হয়।
হঠাৎ আগুনের সূত্রপাতে ঘটনাস্থলে থাকা অন্তত ছয় ব্যক্তি আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। এক ঘণ্টা অগ্নিকাণ্ডের পর জালালাবাদ গ্যাস অফিস লাইন বন্ধ করলে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, কদমতলী বাস টার্মিনালের মূল সড়কে আগুন লাগার ঘটনায় টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যেতে পারেনি। পাশাপাশি ওই সড়কে সকল প্রকার যানবাহন চলাচলও বন্ধ থাকে।
এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেতন দাবিতে পঞ্চম দিনের মতো সড়ক অবরোধে বেক্সিমকোর শ্রমিকরা
- ২ খাসিয়াদের পানে সিন্ডিকেটের থাবা, অর্থ সংকটে বন্ধ বর্ষবরণ অনুষ্ঠান
- ৩ মিছিলে ৯ জনকে হত্যা: হবিগঞ্জে বরখাস্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- ৪ আড়াইহাজারে বাজারে আগুন, কয়েক কোটি টাকা ক্ষতি দাবি
- ৫ কমিটি নিয়ে দ্বন্দ্বে চাঁদপুরে দুই কলেজে পাঠদান বন্ধ