মুলাদীতে কৃষককে পিটিয়ে হত্যা
বরিশালের মুলাদী উপজেলার দক্ষিণ কাজীর চরের পাঙ্গাসিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. আমজাদ হোসেন (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত আদম আলী কবিরাজের ছেলে।
আটকরা হলেন, দক্ষিণ কাজীর চরের পাঙ্গাসিয়া এলাকার ছালাম হাওলাদার, মজিবর, কালাম, মাছুম ও মো. হুমায়ূন।
মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আটকদের সঙ্গে আমজাদ হোসেনের বিরোধ চলছিল। এ ঘটনায় আদালতে মামলাও করেন আমজাদ হোসেন। আজ সকালে ওই বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যান আটকরা। এসময় আমজাদ হোসেন বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়।
কথাকাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধ আমজাদ হোসেনকে গুরুতর আহত করেন প্রতিপক্ষরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক প্রসনজিৎ সাহা তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ আরো জানান, ঘটনার পর পুলিশ গিয়ে ৫ জনকে আটক করে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের ছেলে আনোয়ার কবিরাজ। মৃতদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
সাইফ আমীন/এফএ/আরআইপি