ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশাল সিটি কর্পোরেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৭ মে ২০১৫

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাড়ে ১৩ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বুধবার সকাল থেকে এ অভিযানে নামে বিদ্যুৎ বিভাগ।

নগরীর একাধিক এলাকায় পিকাপভ্যান নিয়ে পানির পাম্প ও সড়কের পাশে ল্যাম্প পোস্টের সংযোগগুলো বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা। এসময় তারা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলছে।

বরিশাল (ওজোপাডিকোর ১) নিবার্হী প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম জানান, বছরের পর বছর ধরে তাগিদ দিয়েও সিটি কর্পোরেশনের কাছে পাওনা সাড়ে ১৩ কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করছেনা। ৫ বছরের এই বকেয়া পাওনা পরিশোধের আগ পর্যন্ত আর সংযোগ দেয়া হবে না। এতে করে নগরী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে এবং পানির সংকট দেখা দিলেও তাদের এছাড়া বিকল্প কোনো পথ ছিলনা বলে জানান বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তা। তিনি আরো জানান, বিদ্যুৎ বিভাগের উচ্চমহলের নির্দেশে কর্পোরেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল জানান, খুব শিগগিরই  বিল পরিশোধের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। মন্ত্রণালয় থেকে আর্থিক বরাদ্দ পেলেই বকেয়া পরিশোধ করা হবে।

সাইফ আমীন/এমএএস/আরআই