ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে যাত্রীকে চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ

প্রকাশিত: ১১:২৪ এএম, ২৭ মে ২০১৫

গাজীপুরে বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে সুজিত রায় (২৫) নামে এক যাত্রীকে মারধর ও বাসের চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ উঠেছে। এসময় নিহতের দুই মামাতো ভাই আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চালককে আটক করেছে। বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজিত রায় গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার একটি পোশাক কারখানার কর্মচারী। তিনি নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার বাসিন্দা।

আহতরা হলেন, টিটু (২৫) ও তার ভাই পিন্টু (২২)। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আটক দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কলতা গ্রামের বাসিন্দা।

নিহতের মামাতো বোন লিপি রাণী জানান, বুধবার সকাল ৮টার দিকে নেত্রকোনার কেন্দুয়া থেকে নিলয় পরিবহনের একটি বাসে করে তারা  গাজীপুরে আসছিলেন। বাসে কম সিট খালি থাকায় তারা পাঁচ জন চার জনের সিটে বসেন। বাসের সুপারভাইজারের সঙ্গে কথা হয়েছিলো চার সিটের ভাড়া নিবে। কিন্তু দুপুর ১টার দিকে চান্দনা চৌরাস্তায় এসে বাস থামার পর সুপারভাইজার পাঁচ সিটের ভাড়া দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের মধ্যেও সুপারভাইজার যাত্রী টিটুর গালে থাপ্পর দেয়। আর এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে।

তিনি আরো জানান, চান্দনা চৌরাস্তায় তারা বাস থেকে নামার সময় বাসের হেলপার, কন্ট্রাকটর ও তাদের সহযোগীরা মিলে তার তিন ভাইকে মারধর করে। একপর্যায়ে ইট দিয়ে সুজিতের মাথায় আঘাত করে এবং ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এ সময় চালক বাসটি দ্রুত চালালে সুজিত ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাসের চালক দুলাল মিয়াকে আটক করা হয়েছে। পরে বাসটি জব্দ হয়েছে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর