ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:১১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে পরিবহন রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেয়া হয়।

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে সোমবার ভোর ৬টা থেকে রংপুর বিভাগের ৮ জেলার অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলে। ধর্মঘটের ফলে হালকা কিছু যান চলাচল ছাড়া রংপুর জেলাসহ বিভাগের আট জেলায় যাত্রীবাহী ও মালবাহী পরিবহণ চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যমুখিরা। এছাড়া মালামাল পরিবহণ ও সরবরাহ বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় পড়ে ব্যবসায়ীরা।

রোববার রংপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের টোল আদায়ের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাথে জেলা মোটরমালিক সমিতি ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সংঘর্ষে ২৫জন আহত হওয়ার প্রতিবাদে মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।