ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ

প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৬ মে ২০১৫

যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর কার্যালয়ের আয়োজনে জিলা স্কুল মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি একাডেমির উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামাজিক শৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকা অপরিসীম। তাই এ বিভাগের সকল সদস্যদের সততা, দক্ষতা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

যশোরের জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, আনসার ও ভিডিপির খুলনা রেঞ্জ পরিচালক আকবর আলী ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক। স্বাগত বক্তব্য দেন যশোর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট এসএম নাজিমুল ইসলাম।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক যশোরের ব্যবস্থাপক সাইফুল্লাহ আলম, শার্শার আনসার কমান্ডার আব্দুর রব, অভয়নগরের সুন্দলী ইউনিয়নের দলপতি সুরঞ্জন মল্লিক ও মণিরামপুর ঝাঁপা ইউনিয়নের দলনেত্রী মমতাজ খাতুন।

সমাবেশ শেষে আনসার ভিডিপি সদস্যদের কর্মদক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে একটি টেলিভিশন, ৩৯ টি বাইসাইকেল, তিনটি সেলাই মেশিন ও ছাতাসহ ৭৪ জনকে পুরস্কৃত করা হয়।

মিলন রহমান/এসএস/আরআইপি