ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ নিয়ে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২১ জুলাই ২০১৭

সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হকের ফাঁসির দাবিতে তার স্ত্রী মরিয়ম খাতুন পারুলের মরদেহ নিয়ে যশোর শহরে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজনরা। শুক্রবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর স্বজনরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। 

হাসপাতাল চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের দড়াটানা ও কোতোয়ালি থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নিহতের স্বজনরা আজিজুল হকের বিরুদ্ধে ‘স্ত্রী হত্যার’ অভিযোগ এনে তার ফাঁসি দাবি করেন। 

এদিকে ‘স্ত্রীর রহস্যজনক মৃত্যুর’ ঘটনায় বৃহস্পতিবার রাতে সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হককে কোতয়ালি থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। ঢাকা সিআইডিতে কর্মরত আজিজুল হক সবুজ সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার সরুলিয়া গ্রামের আনারুল হকের ছেলে। 

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা জানান, বৃহস্পতিবার দুপুরে সিআইডি’র উপ-পরিদর্শক আজিজুল হক সবুজের স্ত্রীর মৃত্যু হয়। এজন্য রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল। থানায় আসার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। 

জিজ্ঞাসাবাদে আজিজুল পুলিশকে জানিয়েছেন, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। দুপুরে বাড়িতে ফিরে জানালা দিয়ে ঘরে স্ত্রীকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন। এরপর জানালা ভেঙে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন। পারিবারিক কলহের সূত্র ধরে তার স্ত্রী মরিয়ম আত্মহত্যা করেছে। 

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজিজুলকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত শেষে মরিয়মের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার যশোরে সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক সবুজের স্ত্রী মরিয়ম খাতুন পারুলের (৩০) রহস্যজনক মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলার রঘুরামপুর গ্রাম থেকে নিজের ব্যবহৃত প্রাইভেটকারে মরিয়মের মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন আজিজুল। 

আজিজুল দাবি করেন, তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। 

তবে পারিবারিক কলহের জের ধরে মরিয়মকে হত্যার পর আজিজুল মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছিলেন বলে নিহতের ভাই জিয়াউর রহমান দাবি করেন।

মরিয়ম যশোর সদর উপজেলার চৌঘাটা গ্রামের আজিজুর রহমানের মেয়ে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে যশোর কোতোয়ালি থানায় পারুলের বাবা লিখিত অভিযোগ দিয়েছেন।

মিলন রহমান/আরএআর/পিআর