ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় গাড়ি ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৫ মে ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় গাড়ি ছিনতাই চক্রের সক্রিয় সদস্য রিয়াজুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গাড়ি চুরির তাদের একটি বিশাল সিন্ডিকেট রয়েছে। তারা বিশালবহুলসহ দামি গাড়ি টার্গেট করে কৌশলে গাড়ি ছিনতাই করে।

সোমবার বিকেলে গ্রেফতারকৃত রিয়াজুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এসব তথ্য দেন। রিয়াজুল ইসলাম বরিশাল জেলার কোতয়ালী থানার ভেদুরীয়া মাঝিবাড়ির জাকির হোসেনের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া কলেজ সংলগ্ন জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।  

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমীর হোসেন জানান, রোববার রাতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার একটি মাইক্রোবাসের ড্রাভারকে অচেতন করে গাড়ি ছিনতাই করে ছিনতাইকারীরা। এরপর ফতুল্লার চিতাশালে আসামাত্রই গাড়িসহ এক ছিনতাইকারীকে আটক করা হয়। তবে ঢাকার আনোয়ার নামে এক গাড়ি ছিনতাইকারী একটি চোরাই প্রাইভেটকার নিয়ে আসবে বলে পাগলা চিতাশাল এলাকায় একটি ভুয়া নাম্বার প্লেট কাগজে পেঁচিয়ে অপেক্ষা করছিল রিয়াজুল। পরে ওই গাড়ির নাম্বার প্লেট পাল্টে ভুয়া প্লেট লাগিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে নিয়ে আরেক জনের হাতে হস্থান্তর করার দায়িত্ব ছিল তার।

হস্তান্তরের আগেই রিয়াজুল গ্রেফতার করা হয়ে যায়। রিয়াজুলকে গ্রেফতার হয়েছে- এমন সংবাদে গাড়ি ছিনতাই চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে নারায়ণগঞ্জে লুকিয়ে থাকা গাড়ি ছিনতাই চক্রের সদস্যদের গ্রেফতারে রিয়াজুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজুল জানিয়েছেন ঢাকা-নারায়ণগঞ্জে গাড়ি ছিনতাইয়ের তাদের বিশাল একটি গ্রুপ রয়েছে। এই গ্রুপের হয়ে অনেকেই নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রাইভেটকার ছিনতাই ও চুরি করে নিয়ে আসার পর নারায়ণগঞ্জে এসে হাত বদল হয়। পাল্টানো হয় নাম্বার প্লেট এবং আরেকটি ঠিকানায় গাড়িটি পৌঁছে দিতে আরেকজনের হাতে হস্থান্তর করে দেয়া হয়। দীর্ঘদিন ধরে তাদের এমন কর্মকাণ্ড করে আসছিল বলে রিয়াজুল ইসলাম পুলিশকে জানায়।

শাহাদৎ হোসেন/এআরএ/পিআর