২ দিনেও উদ্ধার হয়নি ব্রিজ ভেঙে খালে পড়া সারবোঝাই ট্রাক
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিএডিসির সাড়ে ৩৮ টন সার নিয়ে বেইলি ব্রিজ ভেঙে পানিতে নিমজ্জিত ট্রাকটি ঘটনার দুইদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার বিকেলে মাগুরা জেলা থেকে বার সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকারী দলের প্রধান রিন্টু মিয়া ঘটনাস্থল পর্যবেক্ষণ করে বলেন, এখানকার যে অবস্থা আর উদ্ধার কাজে ব্যবহৃত যে সমস্ত উপকরণ তারা সঙ্গে নিয়ে এসেছেন তা দিয়ে ট্রাকটি উদ্ধার করা সম্ভব হবে না। উদ্ধার অভিযান পরিচালনা না করেই চলে যাবেন বলে জানান তিনি।
এদিকে, বিএডিসি টাঙ্গাইল অফিসের যুগ্ম পরিচালক (সার) মো. শহীদুল্লাহ সেখ জানান, চট্টগ্রাম থেকে এজেন্টের মাধ্যমে সাড়ে ৩৮ টন ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সরকারি সার বিএডিসির টাঙ্গাইল সার গুদামে আসার কথা ছিল।
কিন্তু মঙ্গলবার দেলদুয়ারের একটি বেইলি ব্রিজ ভেঙে সারসহ ট্রাক পানিতে ডুবে যায়। এ ব্যাপারে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তদন্তদল কাজ শুরু করবেন।
এক প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, নিয়মানুযায়ী এজেন্ট যে পর্যন্ত সার বিএডিসিকে বুঝিয়ে না দেবে সে পর্যন্ত দায়ভার তাদের। সুতরাং ওই সারের ক্ষতিপূরণ এজেন্টকেই বহন করতে হবে। বিএডিসি এর কোনো দায় নেবে না।
এদিকে, ক্ষতিগ্রস্ত ব্রিজটি মেরামতের সকল সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছালেও মেরামত কাজে ধীরগতি দেখা গেছে। এ নিয়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নৌকাযোগে ঝুঁকি নিয়ে তারা বিল পার হচ্ছেন।
এ প্রসঙ্গে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি খন্দকার আব্দুল বাতেন বলেন, রোড পারমিট না থাকা সত্ত্বেও তারা বেআইনিভাবে দেলদুয়ারের স্থানীয় সড়কগুলো ব্যবহার করছে। এতে হেভি লোড নিতে অপারক ব্রিজগুলো ভেঙে পড়ছে। যাতে হেভি লোডের যানবাহনগুলো এ সড়কে চলাচল করতে না পারে দ্রুত তার ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাড়ে ৩৮ টন ডিএপি সারবোঝাই ট্রাক দেলদুয়ারের সেহড়াতৈল নামক স্থানে বেইলি ব্রিজ ভেঙে পানিতে ডুবে যায়।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস