ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সব উপজেলায় হচ্ছে শিল্পকলা একাডেমি : সংস্কৃতিমন্ত্রী

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া-সদর | প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৯ জুলাই ২০১৭

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রায় সব জেলা এবং উপজেলায় শিল্পকলা একাডেমি নির্মাণের কাজ শুরু হয়েছে। এ বছরই জেলা পর্যায়ের প্রায় সব মিলনায়তনের কাজ শেষ করা হবে।

তিনি বলেন, জঙ্গি মোকাবেলায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে দেশের শতাধিক স্কুলে বাদ্যযন্ত্র এবং এ বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার দুপুরে কুষ্টিয়ার শিল্পকলা একাডেমির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।

মন্ত্রিপরিষদের রদবদল প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন একটি কেবিনেট তৈরি করেন, সেটি তার পরিকল্পনা অনুযায়ীই করেন। তাই তিনি যদি মনে করেন কোথাও পরিবর্তন দরকার, নিশ্চয়ই সেটি করবেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, মির্জা ফখরুল রোডম্যাপ নিয়ে যে মন্তব্য করেছেন তা খুবই দুঃখজনক।

এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, জেলা প্রশাসক জহির রায়হান, পুলিশ সুপার মেহেদী হাসান প্রমুখ।

আল-মামুন সাগর/এএম/জেআইএম