ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সোমবার কুমিল্লা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২:০২ পিএম, ২৪ মে ২০১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম জয়ন্তীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করতে সোমবার কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন বিকেলে তিনি কুমিল্লা টাউন হল মাঠে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনসহ জেলার বিভিন্নস্থানে আড়াইশ কোটি টাকা ব্যয়ে ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে কুমিল্লা টাউন হল মাঠে ৫ সহস্রাধিক আমন্ত্রিত অতিথির জন্য দৃষ্টিনন্দন প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হয়েছে। এছাড়াও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড।

নগরীর বিভিন্নস্থানে কবি নজরুলের স্মৃতি ফলক নান্দনিক সাজে সাজানো হয়েছে। নতুন করে তৈরি করা হয়েছে কবি নজরুলের ২টি স্মৃতিফলক।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘কুমিল্লা বিভাগ’ এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন এমন আশায় বুক বেঁধে আছেন কুমিল্লাবাসী এবং এ নিয়ে সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২০ এপ্রিল কুমিল্লা নগরীর ধর্মসাগরের উত্তরপাড়ে নজরুল ইন্সটিটিউট কেন্দ্র-উদ্বোধন করতে কুমিল্লায় এসেছিলেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে কুমিল্লা নগরজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী।

কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২৫৫ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে কুমিল্লার ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাতীয় কবির জন্মজয়ন্তীর সকল অনুষ্ঠান সুষ্ঠ-সুন্দর, উৎসবমুখর ও প্রাণবন্ত করে স্মরণীয় করার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে কান্দিরপাড় ও সার্কিট হাউজ রোড বণির্ল সাজে সাজানো হয়েছে। তৈরি করা হয়েছে অনেক তোরণ।

উল্লেখ্য, এর আগে ১৯৯২ সালে কুমিল্লায় জাতীয়ভাবে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হয়েছিল।

কামাল উদ্দিন/এমএএস/আরআই