নিখোঁজের ১৫ দিন পর নদীতে ভাসছে কিশোরীর মরদেহ
বরিশালের মুলাদী উপজেলার ছবিপুর ইউনিয়নের খৌলারচর সংলগ্ন জয়ন্তী নদীতে ভাসছে ফারজানা (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক মাদরাসা ছাত্রীর মরদেহ। গত ৩০ জুন থেকে সে নিখোঁজ ছিল।
শনিবার রাতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে জোয়ারের কারণে মরদেহটি রাতে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা মুলাদী থানার এসআই কমল চন্দ্র দে জানান, গত ৩০ জুন খৌলারচর এলকার শহীদ কাজীর মেয়ে পূর্ব চরপদ্মা দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফারজানা নিখোঁজ হয়। শনিবার রাতে ছাত্রীর বাড়ি থেকে কিছুটা দূরে জয়ন্তী নদীর তীরে পাট খেতের মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। ওড়না দেখে স্বজনরা এটি ফারজানার মরদেহ বলে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
এসআই কমল চন্দ্র দে আরো জানান, পচে গলে মৃতদেহের হাড় ছাড়া কিছুই এখন অবশিষ্ট নেই। হিংস্র কোনো প্রাণী মৃতদেহটি নিয়ে টানা হেচড়া করেছে। পানির মধ্যে অনেকটা জায়গা জুড়ে মরদেহের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জোয়ারের কারণে পানি বেড়ে যাওয়ায় রাতের বেলা মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। আজ রোববার সকালে মৃতদেহটি উদ্ধারে ফের তৎপরতা চালানো হবে।
সাইফ আমীন/এফএ/এমএস