ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদকে সামনে রেখে বাড়ছে ভারতীয় পোশাকের চোরাচালান

প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৪ মে ২০১৫

ঈদকে সামনে রেখে ভারত থেকে অবৈধ পথে চট্টগ্রামে আসতে শুরু করেছে শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা ও বাচ্চাদের পোশাকসহ নানা ধরনের পোশাক সামগ্রী। বাংলাদেশে এসব কাপড়ের ব্যাপক চাহিদা থাকার কারণে প্রতি বছর রমজানের আগেই এসব পোশাকে ছেয়ে যায় বন্দরনগরীর মার্কেট ও শপিং মলগুলো।
 
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই নগরীর টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন পাইকারি বাজার ও মার্কেটগুলোতে হর-হামেশা বিক্রি হচ্ছে অবৈধভাবে আসা এসব ভারতীয় পোশাক সামগ্রী।

টেরিবাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, বড় একটি চক্র এ অবৈধ ব্যবসা পরিচালনা করছে। ব্যবসায়ীদের দাবি, এসব পোশাকের ভেতরে করে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধও বাংলাদেশে পাচার করা হচ্ছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছর রমজান মাসে চট্টগ্রামে শত শত কোটি টাকার ভারতীয় পোশাক কেনাবেচা হয়। কাস্টমস ফাঁকি দিয়ে চোরাইপথে এসব পোশাক আনার কারণে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
 
স্থানীয় বুটিক ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ভারতীয় পোশাকের আগ্রাসনে ঈদ মৌসমেও তারা আশানুরূপ ব্যবসা করতে পারছেনা। ফলে ব্যাপক হুমকির মুখে পড়ছে স্থানীয় বুটিকখাত, বাধাগ্রস্ত হচ্ছে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ।

এসকেডি/বিএ/আরআইপি