ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শোয়ার ঘরে মিলল ২৬ গোখরা

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৬:১৬ এএম, ১৪ জুলাই ২০১৭

এবার রাজশাহীর বাগমারায় মিলল ৫৫ ডিমসহ ২৬ গোখরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গণিপুর ইউনিয়নের বাসুবোয়ালিয়া এলাকার কৃষক কফের আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয় এসব গোখরা। এর মধ্যে একটি মা গোখরাও রয়েছে। 

গৃহকর্তা কফের আলী বলেন, বৃহস্পতিবার বিকেলে তার ছেলে শাহিন ইসলাম বাড়ির পাশে একটি সাপের বাচ্চা দেখতে পান। টের পেয়ে বাড়ির লোকজন গিয়ে সেটি মেরে ফেলেন। এর অদূরে আরো দুটি সাপের বাচ্চা দেখা যায়। সেগুলো মারার চেষ্টা করলে বাড়ির দেয়ালের পাশের গর্তে ঢুকে পড়ে।

ওই সময় গর্তের মুখ মাটি দিয়ে বন্ধ করে স্থানীয় সাপুড়ে শরিফুল ইসলামকে ডেকে আনেন। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাড়িজুড়ে ইঁদুরের গর্ত খোঁড়াখুড়ি চলে। 

শেষমেষ শোবার ঘরের মেঝের গর্তে পাওয়া যায় একটি মা গোখরাসহ ২৫টি বাচ্চা। সেখানে মেলে ৫৫টি ডিম।

পরে মা গোখরাটি মাটির হাঁড়িতে পুরে নিয়ে যান সাপুড়ে। মেরে ফেলা হয় বাচ্চা গোখরাগুলো। ভেঙে মাটি চাপা দেয়া হয় ৫৫টি ডিম।

এদিকে সাপ আতঙ্কে বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে রাত কাটিয়েছেন বলেও জানান ওই গৃহকর্তা।

এর আগে বৃহস্পতিবার জেলার পবার একটি বাড়ি থেকে একটি মাসহ ১৭টি বাচ্চা উদ্ধারের খবর পাওয়া গেছে। উদ্ধারকৃত সব সাপই নিয়ে গেছে ‘স্নেক রেসকিউ অ্যান্ড কনজারভেশন সেন্টার’ নামের সেচ্ছাসেবী সংগঠন।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস

আরও পড়ুন