শিমুলিয়ায় পারের অপেক্ষায় চার শতাধিক গাড়ি
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এ অবস্থায় ফেরি ঘুরে যেতে হয় বলে সময় লাগছে দ্বিগুণ। এতে শিমুলিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় ট্রাক ও যাত্রীবাহী গাড়িসহ চার শতাধিক যানবাহন আটকে আছে।
মাওয়া বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটুয়ারি জানান, তীব্র স্রোতের কারণে ফেরিগুলোর স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। শিমুলিয়া ঘাট থেকে কাঠালবাড়ি যেতে পালের চর হয়ে যেতে হয় বলে সময় লাগছে চার ঘণ্টা।
তিনি আরো জানান, এ নৌরুটে ১৮টি ফেরি চলাচল করতো। তবে বর্তমানে তিনটি ফেরির সমস্যা থাকায় ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আরআইপি