ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে যাত্রীর জুতার ভেতর ৭টি স্বর্ণের বার

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১০:১৬ এএম, ১২ জুলাই ২০১৭

 

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক পাসপোর্টধারী যাত্রীর জুতার ভেতর থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা স্বর্ণের বারসহ ওই যাত্রীকে আটক করে।

আটক যাত্রীর নাম পারভেজ (২৮)। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ লক্ষ্মণখোলা গ্রামের মনির হোসেনের ছেলে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা তাহমিদ আহমেদ জানান, পাসপোর্টধারী যাত্রী পারভেজের চলাচল সন্দেহজনক হওয়ায় বুধবার সকাল ৯টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা তাকে তল্লাশি করে। তল্লাশি করে তার জুতার ভেতর থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ৭২৫ গ্রাম ওজনের এ স্বর্ণের বারের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। 

মিলন রহমান/আরএআর/আরআইপি 

আরও পড়ুন