ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় নদ-নদীর পানি বাড়ছে

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৫:৩৭ এএম, ১১ জুলাই ২০১৭

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদ ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে পানিতে অনেক নতুন এলাকা প্লাবিত হচ্ছে গতকাল সোমবার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে মঙ্গলবার সকালে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে সকাল থেকে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গতকাল সন্ধ্যা ৬টার হিসেবে তা ছিল বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপরে ছাড়া ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গতকাল সোমবার সন্ধ্যায় তা ছিল বিপদসীমার ১১ সেন্টিমিটার উপরে

ছাড়া করতোয়া নদীর পানি গোবিন্দগঞ্জ পয়েন্টে দশমিক ৪৫ তিস্তা নদীর পানি সুন্দরগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মঙ্গলবার সকালে জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ০০ মিলিমিটার

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ঘাঘট নদীর পানি ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত শনিবার রোববার পানি স্থির থাকলেও সোমবার সকাল থেকেই নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে

 

রওশন আলম পাপুল/আরএআর