চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
চকরিয়ায় যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস ও মালবাহী ট্রাকে মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও ২০ জন আহত হয়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বরইতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে উভয় দিক থেকে ছেড়ে আসা যানবাহন ও শতশত যাত্রী আটকা পড়ে। পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে পরে যান চলাচল স্বাভাবিক করে।
উদ্ধারকারী পুলিশ ও জনতা নিহতের নাম জানাতে না পারলেও আহতদের মাঝে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন-কক্সবাজারের মহেশখালী উপজেলা হোয়ানকের সাহাবউদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (৪৫), চকরিয়ার কাকারা ইউনিয়নের সাংবাদিক এমআর মাহামুদ পাড়ার মাহামুদুল করিমের ছেলে কেফায়েত (১৪) ও একই উপজেলার ঢেমুশিয়ার মাহাবুবুর রহমানের ছেলে মো. হান্নান (১৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাস (হানিফ পরিবহন) ও কক্সবাজার অভিমুখী মালবাহী ট্রাক অপর একটি যাত্রীবাহী চাড়পোকা গাড়িকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী নিহত ও অপর ২০ জন আহত হয়েছেন বলে জেনেছি। মরদেহ উদ্ধার করে মর্গে ও আহতদের হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিও জব্দ করেছে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এএসআই হেলাল উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে দুঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে।
সায়ীদ আলমগীর/জেডএ