ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদার টাকা নিতে গিয়ে তিন ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২১ মে ২০১৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়ের নামে এক প্রবাস ফেরত ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন তিন ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের রামনগর গ্রামের জমাদ্দার বাড়ির এতিমখানার সামনে থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

এসময় দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। খায়ের রামনগর গ্রামের মৃত আমিন উল্যাহর ছেলে।

আটকরা হলেন, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরাফাত হোসেন সজল, উপজেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক সজিব হোসেন ও কমিটির নিবার্হী সদস্য ফারুক হোসেন। এ ঘটনায় দুপুরে আবুল খায়ের বাদী হয়ে থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ ও আবুল খায়ের জানান, কিছুদিন থেকে তার কাছে মোবাইল ফোনে স্থানীয় ফারুক, সজিব ও সজলসহ  ছাত্রলীগের কয়েকজন নেতা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছেন। এর জের ধরে বুধবার দুপুরে রামনগর গ্রাম থেকে তাকে মোটর সাইকেলে করে ছাত্রলীগ নেতারা অস্ত্রের মুখে তুলে নিয়ে বাড়ির পরিত্যক্ত স্থানে নিয়ে যান। কয়েক ঘণ্টা সেখানে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টা করা হয়।

পরে বৃহস্পতিবার সকালে চাঁদার ১০ হাজার টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ছাড়া পান। তিনি রাতে পুলিশকে ঘটনাটি জানান।
এ ব্যপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া বলেন, আটক তিন নেতা  চাঁদাবাজ নন। পুলিশ তাদেরকে ধরে এনে চাঁদাবাজির নাটক সাজিয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই।

জানতে চাইলে রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান চৌধুরী জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদার টাকা লেনদেনের সময় তিন চাঁদাবাজকে গ্রেফতার করা করেছে। এসময় তাদের দুইটি মোটর সাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কাজল কায়েস/এমজেড/আরআইপি