ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০৩:২০ এএম, ২১ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সোয়া ৪ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাকি হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলো লাইন থেকে সরিয়ে নিলে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল (ওয়ানআপ) ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনের আউটারে আসামাত্র ট্রেনটির তিনটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি লাইন থেকে সরিয়ে নিলে পুনরায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর