ঝিনাইদহে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি : আটক ১
ঝিনাইদহে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাড়ির গৃহকর্তা বাধা দিলে পরিবারের দুজনকে কুপিয়ে সামান্য জখম করে। বুধবার ভোর ৩টার দিকে সদর উপজেলার হলিধানি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শরিফুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, জেলার সদর উপজেলার হলিধানি গ্রামের আলী আহম্মেদের ছেলে সৌদি প্রবাসী রফিকুল ইসলাম ও ফজলুল করিম গত ৩ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসে। বুধবার ভোর ৩টার দিকে ৮/১০জনের একদল ডাকাত ওই বাড়ির গ্রিলের তালা ভেঙে কক্ষে প্রবেশ করে।
ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণের চেইন, কানের দুল, ২টি মোবাইল সেট, একটি ট্যাবসহ নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতিকালে বাধা দিলে ডাকাতরা গৃহকর্তা রফিকুল ইসলাম ও তার ভাইয়ের স্ত্রী জাহানারা বেগমকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল ড্রাইভারকে আটক করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
এসএস/পিআর