ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে পরিবহন ধর্মঘট : দেশে ফিরতে পারছেন না কয়েক`শ যাত্রী

প্রকাশিত: ০৬:০২ এএম, ২০ মে ২০১৫

সোহাগ পরিবহনের এক চালকসহ তিন কর্মচারীকে আটকের প্রতিবাদে মালিক-শ্রমিক ঐক্যজোট পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘটে বেনাপোল থেকে ঢাকাগামী দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বেনাপোলে আটকা পড়েছে ভারত থেকে ফিরে আসা কয়েক`শ পাসপোর্টধারী যাত্রী।

বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চান্দু মিয়া জানান,  মঙ্গলবার ভোরে ঢাকার গাবতলী থেকে সোহাগ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস যশোরের বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি ফরিদপুরে পৌঁছালে ওই বাসের ২২ জন যাত্রীর মধ্যে সাতজন অস্ত্র ঠেকিয়ে ডাকাতি শুরু করে। পরে তারা মধুখালিতে নেমে পড়ে।

এদিকে,বাসের চালক মধুখালি থানায় মামলা করতে গেলে পুলিশ উল্টো বাস চালক আয়নাল, হেলপার শাকিল ও রোড চেকার রবিউল ইসলামকে আটক করে। এ আটকের ঘটনায় বাস চালকের প্রতি অবিচার করা হয়েছে দাবি করে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতারা তাদের মুক্তির দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছেন। এ ধর্মঘটের ফলে বেনাপোল থেকে ঢাকাগামী কোনো পরিবহন ছেড়ে যাচ্ছে না বলেও জানান চান্দু মিয়া।

ঈগল পরিবহনের বেনাপোল অফিসের ব্যবস্থাপক এম আর রহমান রাশু জানান, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বেনাপোল থেকে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভারত থেকে আসা যাত্রীদের কেউ কেউ হোটেলে উঠেছেন। অনেকে মাইক্রোবাস ভাড়া করে গন্তব্যে রওনা হয়েছেন।

বেনাপোলের সোহাগ পরিবহনের কাউন্টারে আটকা পড়া ঢাকার লক্ষ্মীবাজারের আশুতোষ সরকার, উত্তরা ৪ নং সেক্টরের আসাদুল ইসলাম, নরসিংদীর মাধব রায়, চট্রগামের সুলতান আহমেদ জানান, তারা মঙ্গলবার দুপুরে ভারত থেকে দেশে ফেরেন। কিন্তু ধর্মঘটের কারণে বাড়ি ফিরতে পারছেন না।

বেনাপোল সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

মো. জামাল হোসেন/এসএস/পিআর