গ্রীন লাইন থেকে আড়াইশ যাত্রী নামিয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত
ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় বরিশাল-ঢাকা নৌপথের দিবা সার্ভিসের ওয়াটার বাস এমভি গ্রীন লাইনে অভিযান চালিয়ে অতিরিক্ত ২৫০ যাত্রী নামিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল ৩টার দিকে বরিশাল নদী বন্দর ত্যাগ করার সময় ওই অভিযান চালায় বরিশাল বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর বিকেল পৌনে ৪টার দিকে বরিশাল নদী বন্দর ত্যাগ করে গ্রীন লাইন।
বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফিক জাগো নিউজকে জানান, এমভি গ্রীন লাইনের যাত্রী ধারণ ক্ষমতা ৬০০ জন। তবে গ্রীন লাইন কর্তৃপক্ষ ৮৫০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে গ্রীন লাইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় গ্রীন লাইনের ইঞ্জিন রুম, বাথরুম এবং দাঁড়ানো অবস্থায় অনেক যাত্রী পাওয়া যায়। প্রায় এক ঘণ্টার অভিযানে ২৫০ জন যাত্রী নামিয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। পরে বিকেল পৌঁনে ৪টার দিকে যাত্রী নিয়ে গ্রীন লাইন নদী বন্দর ত্যাগ করে।
সাইফ আমীন/আরএআর/জেআইএম