হাতীবান্ধায় বাঁধ ভেঙে দুই শতাধিক পরিবার পানিবন্দি
লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার সকালে হাতীবান্ধার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ১০ সেন্টিমটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে।
এদিকে উজানে ঢালে হঠাৎ পানি বৃদ্ধি হওয়ায় তিস্তা ব্যারাজে তিন কিলোমিটার ভাটিতে হাতীবান্ধার ধুবনি গ্রামের দুটি অংশে বাঁধ ভেঙে গেছে। এতে প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
জানা গেছে, উজানের ঢলে শুক্রবার রাতে হঠাৎ করেই তিস্তার পানি বৃদ্ধি হয়ে বিপদ সীমার উপরে উঠে। সকাল ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তা বিপদ সীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। দুপুর ১২টার দিকে তা কমে আসলেও চাপ বাড়ে তিস্তা ব্যারাজের ভাটিতে। এতে করে হাতীবান্ধার ধুবনি ও দক্ষিণ ধুবনী এলাকায় বাঁধ ভেঙে দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে।
সিংঙ্গীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, ইউনিয়নে দুটি স্থানে বাঁধ ভেঙে ৫ থেকে ৭শ পরিবার পানিবন্দি হয়েছে।
হাতীবান্ধা উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ বলেন, প্রায় দুই শাতাধিক পরিবার পানিবন্দি আছে বলে শুনেছি। তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ বরাদ্দ চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন পাঠানো হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, উজানের ঢলের কারণে শনিবার সকাল ৬টার দিকে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ১০ সেন্টিমিটার ওপরে ছিল। কিন্তু দুপুরে তা কমে বিপদ সীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
রবিউল হাসান/আরএআর/জেআইএম