৫ জেলায় প্রাণ গেল ১৭ জনের
গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী ও পাবনায় সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বান্দরবানে ১০ জনসহ মোট ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ
গোপাালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন এবং চালকসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হালিম আকন্দ (৫০), তার স্ত্রী আসমা ওরফে পানু বেগম (৪০), ছেলে সুজন আকন্দ (১৮), সিহাব আকন্দ (৬) ও শ্যালক বাদল হাওলাদার (৪৫) ও চালক (অজ্ঞাত)। নিহতদের বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার খুররিয়াখালী গ্রামে।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় মোট ৫জনের মৃত্যু হয়েছে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার রয়হাটিতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছন আরও পাঁচজন।
বৃহস্পতিবার ভোর রাতে সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলার কাহালু থানার ধামগাড়া গ্রামের মৃত কিয়ামত উল্লাহ মণ্ডলের ছেলে সোলেমান হোসেন (৬৫), লিলি আকতার (৩৫), সাগর হোসেন (১২) ও অজ্ঞাত।
এদিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় হরিণচড়ায় বাসচাপায় আকতার হোসেন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন সলঙ্গা থানার দক্ষিণ পুস্তিগাছা গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ীতে মাইক্রোবাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পাঠানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার নিজবর্ণী এলাকার বাবুল বকুলের স্ত্রী রেবা বগম (৩২) এবং বেলুটিয়া এলাকার আব্দুল মজিদের স্ত্রী সাহাতন (৫০)।
রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে জেলার উপজেলার পোল্লাপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী নগরীর রামচন্দ্রপুর মহল্লার মৃত আবদুল লতিফের ছেলে তুষার হোসেন (২২) ও তার ভাতিজা শাহিন আলী (২০)। শাহিনের বাবার নাম নাজমুল ইসলাম।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, দুপুরে দুই চাচা-ভাতিজা মোটরসাইকেলে চড়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে পোল্লাপুকুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
পাবনা
পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের চকছিরামপুর গ্রামের কাছে ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তারা মটরসাইকেলযোগে মুলাডুলি থেকে দাশুড়িয়ার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে আশরাফুল (২৫) ও শিপন (২৩) ঘটনাস্থলেই নিহত হন।
বান্দরবান
বান্দরবানের থানচি-আলীকদম সড়কে পর্যটকবাহী জিপ খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি। জিপে থাকা সবাই পর্যটক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে থানচি যাওয়ার পথে ১৭ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
এফএ/জেআইএম