ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি-জামায়াতের কর্মীসহ গ্রেফতার ৩৩

প্রকাশিত: ১১:০৪ এএম, ১৯ মে ২০১৫

জেলায় পুলিশের অব্যাহত অভিযানে নাশকতা মামলায় বিএনপি ও জামায়াতের তিন কর্মীসহ ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ কন্ট্রােল রুম সূত্রে জানা যায়, জেলার পলাশবাড়ী, সাঘাটা ও সুন্দরগঞ্জ থানায় নাশকতার মামলায় বিএনপির দুই, জামায়াতের এক কর্মীসহ সদর, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও চুরি, ছিনতাই, ডাকাতি, মারপিটসহ অপরাধমূলক মামলায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেনি সূত্রটি।

পুলিশ সুপার আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নাশকতা মামলায় তিন জনসহ অন্যান্য মামলার মোট ৩৩ জন আসামি বিভিন্ন থানায় গ্রেফতার রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

অমিত দাশ/এমজেড/পিআর