ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০২:১৮ এএম, ১৯ মে ২০১৫

লক্ষ্মীপুরে মামুনুর রশিদ খান নামের এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মামুন একই গ্রামের আবু তৈয়বের ছেলে ও স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মামুনকে গুলি করে। এসময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুলিবিদ্ধ মামুনকে উদ্ধার করে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) মো. জুনায়েত কাউছার জানান,  সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে বলে আমরা শুনেছি। গুলিতে নিহত মামুনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ রয়েছে।

কাজল কায়েস/এসএস/এমএস