ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৮ মে ২০১৫

মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়ের প্রচার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাতে শহরের চৌরঙ্গী এলাকায় সমবায় ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে একটি সিএনজি গাড়িতে করে মাইকে তপন রায়ের সিংহ মার্কা প্রতীকের পক্ষে প্রচারণা চলছিল। এসময় এক দল যুবক এসে গাড়ি ও প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ভাঙচুর করে। পরে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকলকর্মীরা এসে আগুন নেভায়। পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কারা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা বলতে পারেনি।

উল্লেখ্য, আগামী ৩০ মে মাগুরা-১ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৯ মার্চ এ আসনের এমপি প্রফেসর ডা. এমএস আকবর এমপি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটি শুন্য হয়। উপ-নির্বাচনে আ.লীগ, বিএনএফ, এনপিপি ও স্বতন্ত্রসহ ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএএস/আরআই