শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ
আসন্ন ঈদ উপলক্ষে ছুটির প্রথম দিনে শিমুলিয়া ঘাট এলাকায় দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার সকাল থেকেই স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার মানুষ।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক শাহ-নেওয়াজ জানান, শুক্রবার ভোর থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। যার মধ্যে প্রাইভেটকারের সংখ্যাই বেশি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ আরো কিছুটা বৃদ্ধি পাবে।
তিনি আরো জানান, যাত্রীবাহী যানবাহনগুলোকে আগে প্রাধান্য দিয়ে পারাপার করা হচ্ছে। যাত্রীদের যানবাহনের চাপ কম থাকায় পণ্যবাহী যানবাহনগুলো যাতায়াত করছে। যানবাহন পারাপারে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে।
এদিকে, লঞ্চ ও সি-বোট ঘাট এলাকায় যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আরআইপি