ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে মহাসড়কের টেপড়া ও মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
নিহতের নাম জাহাঙ্গীর হোসেন (৩০)। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে শিবালয় উপজেলার টেপড়া এলাকায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এর চালক জাহাঙ্গীর হোসেন মারা যান।
এছাড়া সকাল ৭টার দিকে সদর উপজেলার মূলজান এলাকায় সবজি ও মাছ বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে অন্তত ৫ জন আহত হন। আহতদের মধ্যে গুরতর তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মাঝ রাস্তায় এ দুর্ঘটনার ফলে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে সকাল ৯টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
হাইওয়ে পুলিশের বরংগাইল ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন উদ দৌলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বি.এম খোরশেদ/এফএ/পিআর