ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রকাশিত: ০৩:২৮ এএম, ১৮ মে ২০১৫

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ঢাকাগামী নাইট কোচের সঙ্গে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় আশুরা (৬) নামে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।

রংপুর-ঢাকা মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের বত্রিশমাইল নামক এলাকায় রোববার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রোমার এন্টারপ্রাইজের একটি নাইট কোচ ঢাকা যাচ্ছিল। নাইট কোচটি বত্রিশমাইল এলাকায় পৌঁছলে আগে থেকে মহাসড়কের পাশে বিকল হয়ে পড়ে থাকা একটি পাথর বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ (৫০) নিহত হন। এছাড়া আশুরা (৬) নামে এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এসময় নারী ও শিশুসহ আরও ১৫ জন আহত হয়েছেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ পিকআপ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের পরিচয় জানাতে পারেননি।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের ডা. জিয়া ইসলাম জাগো নিউজকে জানান, হাসপাতালে নেয়ার আগেই শিশু আশুরার মৃত্যু হয়েছে। আহত অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

অমিত দাশ/এমজেড/এমএস