বরিশালে ছিনতাইয়ের দায়ে ২ যুবকের কারাদণ্ড
বরিশালে ছিনতাই মামলায় আসামি সায়মনকে পৃথক দুটি ধারায় ১৭ বছর এবং ফাহাদ নামে আরেক আসামিকে একটি ধারায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী এ দণ্ডাদেন দেন। দণ্ডপ্রাপ্ত সায়মনের বাসা নগরীর রুইয়ার পোল এবং ফাহাদের বাসা কালুশাহ সড়কে।
আদালেতর বেঞ্চ সহকারী (পেশকার) মো. খলিলুর রহমান মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ১৬ জানুয়ারি রাতে মামলার বাদী রাজনকে জিলা স্কুলের মোড় থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয় সায়মন ও ফাহাদ। এরপর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ভিতর নিয়ে রাজনের ৩০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল সেট ও নগদ ৩`শ টাকা ছিনতাই তারা করেন। ওই রাতে নগরীর চৌমাথা এলাকা থেকে পুলিশ সায়মনকে আটক করে।
এ ঘটনায় পরদিন রাজন বাদী হয়ে সায়মন ও ফাহাদকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২৮ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা ওই দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) জমা দেন। পরে ছয় জনের সাক্ষ্য শেষে সায়মনের উপস্থিতিতে বিচারক ওই রায় দেন। রায় ঘোষণার সময় ফাহাদ অনুপস্থিত ছিল।
সাইফ আমীন/এআরএ/আরআই