ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাঠালবাড়িতে ৭০ সিদ্ধান্ত
আসন্ন ঈদে দক্ষিণাঞ্চলের যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রোবাবার বিকেলে মাদারীপুরের কাঠালবাড়ি ঘাটে প্রশাসনের সঙ্গে বিভিন্ন যানবাহন, নৌযান, ফেরি সংশ্লিষ্টদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কাঠালবাড়ি ঘাটে সিসি টিভি স্থাপন, স্টিকারবিহীন লোকাল যানবাহন কাওরাকান্দি ঘাটে প্রবেশে নিষেধাজ্ঞা, লঞ্চের কাটা সার্ভিস কাওড়াকান্দি ঘাটে স্থানান্তর,যাত্রীর চাপ হলে ফেরিতে পারাপার, পদ্মায় পুলিশের টহল, যাত্রীদের সেনেটারি নিশ্চিতকরণ, ঈদের আগে পরের ৮ দিন ঘাট প্রশাসন নিয়ন্ত্রণ করাসহ সভায় প্রায় ৭০টি সিদ্ধান্ত নেয়া হয়।গঠন করা হয় ঘাট ব্যবস্থাপনা কমিটি।
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, ওসি জাকির হোসেন, হাইওয়ে ওসি মাসুদ পারভেজ ভূইয়া, পরিদর্শক উত্তম কুমার, শিবচর প্রেসক্লাবের সভাপতি একে এম নাসিরুল হকসহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন মালিক শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নাসিরুল হক/এফএ/পিআর