ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এমএলএসএস পদের নিয়োগ ঝুলে আছে ১১ বছর

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৬ মে ২০১৫

১১ বছর ধরে ঝুলে আছে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শূন্য পদে অফিস সহায়ক (এমএলএসএস) কর্মচারী নিয়োগের কার্যক্রম। লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হলেও অজ্ঞাত কারণে নিয়োগের চূড়ান্ত তালিকা বাস্তবায়ন করা হয়নি আজো। শনিবার দুপুরে নগরীর কেরানীপাড়া এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকুরী না পাওয়ায় হতাশার কথা ব্যাক্ত করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীদের পক্ষে রেয়াজুল ইসলাম বলেন, ২০০৪ সালের ৪ আগষ্ট একটি জাতীয় দৈনিক পত্রিকায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব বিভাগের অধীন উপজেলা/ ইউনিয়ন ভূমি অফিসমূহের জন্য শূন্য পদে এমএলএসএস ও নৈশ প্রহরী পদে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরিপ্রেক্ষিতে ওই বছরেই ৬৮টি এমএলএসএস ও ১টি নৈশ প্রহরী পদে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করেন কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, একই সময়ে দেশের সকল জেলায় উক্ত পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হলেও সাময়িকভাবে রংপুর জেলাসহ আরও ২/৩টি জেলায় তা স্থগিত করা হয়। পরবর্তীতে স্থগিত অন্য জেলাতে নিয়োগপত্র প্রদান করা হলেও অজ্ঞাত কারণে রংপুর জেলায় অাজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি।

সংবাদ সম্মেলনে রেয়াজুল ইসলাম আরো বলেন, ইতিপূর্বে নিয়োগ প্রাপ্তির আশায় রংপুর জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এমনকি প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করা হলেও ১১ বছরেও তা বাস্তবায়ন করা হয়নি। এমতাবস্থায় স্থগিতাদেশ বাতিল করে দেশের অন্যান্য জেলার ন্যায় রংপুরেও উক্ত পদে নিয়োগপত্র প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

এর আগে সকালে রংপুর বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি পেশ করেন চাকুরি প্রত্যাশীরা। সংবাদ সম্মেলনে সাবেক পৌর কমিশনার আশেক আলীসহ চাকুরি প্রত্যাশী গোলাম মোস্তফা, এম আর জয়নাল, হারুন, আইয়ুব, বাদশা, হাবিব, মিন্টু, জামাল, খালেক ও রবিউলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসএস/আরআইপি