দিনাজপুরে বিপুল পরিমাণ নকল জুসসহ আটক ১
দিনাজপুরের নকল জুস তৈরির সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ জুস উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মো. মামুন (২৮) নামে এক যুবককে আটক করে সাজা দিয়েছে আদালত। শনিবার দুপুর ৩টায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মালামালসহ তাকে আটক করা হয়।
মামুন সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের দক্ষিণ শিবপুর আশ্রয় প্রকল্পের বাসিন্দা মো. আব্দুর রশিদের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত মো. মামুনকে ২ মাসের জেল এবং ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করেন।
কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ দাশ খালেকুজ্জামান জানান, গোপন সংবাদে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের দক্ষিণ শিবপুর আশ্রয় প্রকল্পের বাসিন্দা মো. আব্দুর রশিদের ছেলে মো. মামুনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় তার বাড়িতে নকল জুস তৈরির কারখানার সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ জুস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত মো. মামুনকে ২ মাসের জেল এবং ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩মাসের জেল প্রদান করেন। তবে তাৎক্ষণিকভাবে মালামালের পরিমাণ এবং মূল্য নির্ণয় করা সম্ভব হয়নি।
এমদাদুল হক মিলন/এসএস/পিআর