ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও মেলার উদ্বোধন

প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৬ মে ২০১৫

বরিশাল নগরীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও শিক্ষার্থীদের হিসাব খোলার মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিস ভবনে এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস। এরপর অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক বরিশালের মহাব্যবস্থাপক নূরুল আলম কাজী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, স্কুল ব্যাংকিং বিষয়টি তার কাছে অসাধারণ বলে মনে হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অর্থনৈতিক স্বাবলম্বীতাকে বরণ করে নিয়ে নিজেদের একটি সফল মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন তৈরি করতে পারবে।

তিনি আরো বলেন, স্বপ্ন ছাড়া মানুষ বড় হয়ে ওঠেনা। এই ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে সে কাজটি সম্পন্ন হবে বলেও মনে করেন তিনি।

স্কুল ব্যাংকিং নিয়ে তথ্য উপস্থাপনকালে বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন আহমেদ বলেন, ইতিমধ্যেই আট লাখ শিক্ষার্থী হিসাব খুলেছে। তাদের সঞ্চয়ের পরিমাণ সাড়ে ৭`শ কোটি টাকার বেশি। যা দিয়ে নতুন দুটি ব্যাংক খোলা সম্ভব। এক দিনের এই মেলায় বরিশলের ৩৭টি ব্যাংক তাদের স্টল নিয়ে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা দিচ্ছেন।

সাইফ আমীন/এআরএ/আরআইপি