ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিন জেলায় পাহাড় ধসে নিহত ২৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৩ জুন ২০১৭

চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসে ২৪ জন নিহত হয়েছেন। টানা বর্ষণে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাঙামাটিতে ১৪ জন, বান্দরবানে ছয়জন এবং চট্টগ্রামে চারজন রয়েছেন।

জাগো নিউজের রাঙামাটি প্রতিনিধি জানান, টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসে ১৪ জন নিহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদর উপজেলার রাঙাবালী, ভেদভেদি, শিমুলতলী ও মানিকতলী এলাকায় পাহাড়ধসে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ১১ জনের মরদেহ রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতেরদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত অন্যদের উদ্ধারে তৎপরতা চলছে।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মংক্যচিং মারমা জানান, পাহাড় ধসে নিহত ১১ জনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

জাগো নিউজের বান্দরবান প্রতিনিধি জানান, ভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন। সোমবার দিবাগত রাত ২টার দিকে জেলার কালাঘাটা, আঁগাপাড়া ও লেবুঝিড়ি জেলেপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বান্দরবান কালাঘাটা এলাকায় কলেজ শিক্ষার্থী রেবা ত্রিপুরা, জেলার আঁগাপাড়া এলাকার একই পরিবারের শিশু লতা বড়ুয়া, মিতু বড়ুয়া, শুভ বড়ুয়া। এছাড়াও লেবুঝিড়ি জেলেপাড়া এলাকায় কামরুন নাহার ও সুপ্রিয়া।

বান্দরবানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা স্বপন কুমার ঘোষ বলেন, ঘটনার সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। পাহাড়ের মাটি ধসে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পাহাড় ধসে শিশুসহ চারজন নিহতের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। সোমবার রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

আরএআর/এমএস

আরও পড়ুন