ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রামে নিরাপত্তারক্ষী খুনের ঘটনায় গ্রেফতার চার

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১৫ মে ২০১৫

চট্টগ্রামে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিরাপত্তা প্রহরী মো. ইব্রাহিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাহবুব, সাগর, গিয়াস ও আরিফ। চট্টগ্রাম পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মাহবুব ও সাগর খুনের সঙ্গে সরাসরি জড়িত। এ ঘটনার সঙ্গে জড়িত মাসুদ নামে একজন পলাতক রয়েছেন।

গত ৭ মে গভীর রাতে নগরীর মুরাদপুর এলাকায় ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় তারা ব্যাংকের নিজস্ব নিরাপত্তা রক্ষী মো. ইব্রাহিমকে (৩৪) খুন করে।  

এরপর ৯ মে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল এ ঘটনার তদন্তভার নগর গোয়েন্দা পুলিশের হাতে (ডিবি) হস্তান্তর করে। পরে সাত দিনের মধ্যে চার আসামিকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ ।

সিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) এসএম তানভির আরাফাত জানান, খুনিদের উদ্দেশ্য ছিল ব্যাংকে ডাকাতি করা। সেটা করতে গিয়ে তারা নিরাপত্তারক্ষীকে খুন করেছে।

চৌধুরী লোকমান/এসকেডি/বিএ/পিআর