ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৩ মে ২০১৫

ঝড়ে পন্টুন বিধস্ত হওয়ার ৩ দিন পর ভোলা-লক্ষীপুর রুটে বুধবার দুপুর থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ওই রুটে ৩ দিন আটকে থাকা ৩ শতাধিক ধান, কাঁচা তরকারি ও অন্যান্য মালামাল বোঝাই ট্রাকসহ অপেক্ষমান ছিল। দু`কিলোমিটার দীর্ঘ যান জট কমতে আরো ৪ দিন সময় লাগবে বলে মনে করছেন ফেরির চালকরা।

সকালে বিআইডব্লিউটিএ’র একটি টিম মাওয়া থেকে আনা একটি ট্রাকবোর্ড দিয়ে বিধস্ত ফেরি উদ্ধার অভিযান শুরু করে। জোয়ারের সময় বিধস্ত ফেরিটি টেনে পাশ্ববর্তী স্থানে নিয়ে আসে। পরে আগের স্থানে নতুন একপি ফেরিপন্টুন স্থাপন করে।

এদিকে ভোলার ইলিশাঘাটে  কয়েক দফা ঝড়ো বৃষ্টিতে ২০-২৫টি ট্রাক বোঝাই প্রায় কোটি টাকার ধান ও কাচামালামাল নষ্ট হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।

বিআইডব্লিউটিএ’র  যুগ্ম পরিচালক শাহজালাল জানান, বিধস্ত ফেরিপন্টুন উদ্ধারে ট্রাকবোর্ড এসে পৌঁছলে জোয়ারের সময় ট্রাকবোর্ড দিয়ে টেনে বিধস্ত ফেরিপন্টুন ও র্যাম সরিয়ে আনা হয়। পরে নতুন একটি ফেরিপন্টুন ওই স্থানে সংস্থাপন করা হয়। এর পর ফেরি চলাচল শুরু হয়।

গত সোমবার সকালে ঝড়ের তোড়ে ভোলার ইলিশা ঘাটের ফেরি পন্টুন ও র্যাম ভেঙে ১৫ ফুট দুরে সরে যায়। ওইদিন থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

অমিতাভ অপু/এমএএস/আরআই