রংপুরে অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির বিক্ষোভ
নিবন্ধনহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত লাইসেন্স নবায়ন ফি কমানো, অটোরিকশার জন্য নির্ধারিত স্ট্যান্ড বরাদ্দ, লাইসেন্স প্লেট বাবদ অতিরিক্ত ২০০ টাকা আদায় বন্ধ ও কল্যাণ তহবিল গঠনের জন্য পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর জেলা অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় সমিতি।
বুধবার দুপুর ১২টায় জিএল রায় রোডের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি মহিউল আলম মহি, সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মন্টু মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার কবীর সুমন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, নগরীতে শত শত নিবন্ধনহীন অটোরিকশা চলাচল করলেও তা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
অথচ কোনো কারণ ছাড়াই সিটি কর্পোরেশন অটোরিকশার নবায়ন ফি আড়াই হাজার টাকা ধার্য করেছে। অবিলম্বে লাইসেন্স ফি কমিয়ে দেড় হাজার টাকা করার আহ্বান জানিয়ে বক্তারা ১০ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, এরমধ্যে তাদের পাঁচ দফা দাবি মেনে না নিলে বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে সমিতির পক্ষ থেকে সিটি মেয়রের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্বারকলিপি পেশ করা হয়।
জিতু কবীর/এমএএস/আরআই