ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে জিপার কারখানায় শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৪২ এএম, ১৩ মে ২০১৫

ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি বিদেশি মালিকানাধীন জিপার কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। এক মাসের অতিরিক্ত কাজের (ওভার টাইম) টাকা পরিশোধের দাবিতে এ বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে বিশেষায়িত এই শিল্পাঞ্চলের এলএসআই ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের অতিরিক্ত কাজের টাকা অন্যান্য মাসের তুলনায় কম পরিশোধ করেছে কর্তৃপক্ষ। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে সুনির্দিষ্টভাবে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।


শিল্প পুলিশ জানায়,  সকাল ৮টায় সাত শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত কাজের ন্যায্য পাওনা দাবি করে। এসময় মালিক পক্ষ বিভিন্ন সমস্যার কথা জানিয়ে পাওনা টাকা অন্যদিন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। বর্তমানে কারখানাতেই বিক্ষোভ ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছে শ্রমিকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, কারখানার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মালিক পক্ষের সাথে আমাদের আলোচনা চলছে। আশা করি বিষয়টির সমাধন হয়ে যাবে।

এসএস/এমএস