ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আগামীতে নির্বাচন করবো কিনা জানি না : শামীম ওসমান

প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৩ জুন ২০১৭

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি আগামীতে নির্বাচন করবো কি করবো না জানি না। আর রাজনীতি করতে ভালো লাগে না। রাজনীতিতে এতো নাটক, এতো নোংরামি, অনেকে নির্বাচন করার জন্য নাটক করে। তাই এখন এসব নোংরা রাজনীতি আর ভালো লাগে না। আমি এখান থেকে ফিরে যেতে পারব কিনা সেটাই জানি না। তাই বাকি জীবনটা আল্লাহকে রাজি খুশি করতে মানুষের উন্নয়ন করে যেতে চাই।

শনিবার বিকেল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় ঈদগাহ মাঠ ও কবরস্থান সম্প্রসারণের ভরাট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।

শামীম ওসমান বলেন, বাংলাদেশের এক জ্ঞানী মহিলা সুলতানা কামাল। এরা জ্ঞানী, না পাপী, না বদমাস আল্লাহ মালুম। তিনি নাকি বলেছেন, হাইকোর্টের সামনে মূর্তি না থাকলে বাংলাদেশে মসজিদ থাকবে না। আরেকজন আছে রফিউর রাব্বি। তিনি বলেছেন, বিসমিল্লাহ সংবিধানের সঙ্গে যুক্ত করা হবে জানলে নাকি মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করতো না।

নারায়ণগঞ্জে উন্নয়নের কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ১২০ ফুট চওড়া করা হবে। জুলাইয়ের পর থেকে ফতুল্লায় ১৪০টি আরসিসি রাস্তার কাজ শুরু হবে। এছাড়া ডিএনডি এলাকায় আগামী দেড় বছরের মধ্যে ৫৭৫ কোটি টাকার উন্নয়ন হবে। তখন এ এলাকার মানুষ এ এলাকা চিনতে পারবে না। গুলশান-বনানীর চেয়ে বেশি উন্নত হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আহমেদ, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চান, দফতর সম্পাদক সালাউদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এএম/আরআইপি

আরও পড়ুন