‘মোরা’য় নিখোঁজ জেলের মরদেহ মিলল সোনাদিয়ার চরে
ঘূর্ণিঝড় ‘মোরা’র ছোবলে বঙ্গোপসাগরে নিখোঁজ কক্সবাজারের মহেশখালীর জেলে মো. লোকমান মিয়ার মরদেহ সোনাদিয়ার চর থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরের দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে লোকমানের পরিবার। লোকমান কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়ার রহমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গত ২৭ মে সকালে ২৯ জন মাঝি-মাল্লাসহ গভীর সাগরে মাছ শিকার করতে যায় মহেশখালী পৌরসভার দাসিমাঝিপাড়ার জামাল কোম্পানির মালিকানাধীন এফবি রেজা। মাছধরারত অবস্থায় মঙ্গলবার ‘মোরা’র ছোবলে পড়ে বোটটি। বোটটি ক্ষত-বিক্ষত হয়ে জেলেরা সবাই পানিতে ভেসে যায়।
তবে অন্যসব জেলে সাঁতরে ফিরে আসলেও নিখোঁজ ছিলেন লোকমান। তাকে নানাভাবে খোঁজ করা হয়, কিন্তু পাওয়া যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মরদেহ ভেসে আসে সোনাদিয়ার চরে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন বলেন, ‘নিহত লোকমানের পরিবারকে প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনুদান দেয়া হয়েছে। আরও সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
সায়ীদ আলমগীর/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নামকরণ করা হচ্ছে আরডিএ কমপ্লেক্স
- ২ বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল সম্পাদক জাফর
- ৩ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ৪ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৫ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু