ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন : স্বামী গ্রেফতার

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১১ মে ২০১৫

নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় স্বামী মো. শফিকুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সিলেট ক্যান্টনমেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. শফিকুল শেখ ওই মামলার প্রধান আসামি।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আজ সন্ধ্যায় এসএমপির শাহপরান থানার দাসপাড়া থেকে সেনা সদস্য শফিকুলকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ইতোমধ্যেই নড়াইলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলেও জানান তিনি।

গত রোববার হাইকোর্ট নড়াইলে গৃহবধূ নির্যাতনের ঘটনায় করা মামলার আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ ববিতাকে নির্যাতনের ঘটনায় গত মঙ্গলবার তার মা খাদিজা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে ববিতার স্বামী শফিকুল শেখসহ সাতজনকে আসামি করে মামলা করেন। পরে শফিকুলের দুই চাচা কালাম শেখ ও হিরু শেখকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মামলার প্রধান আসামি মো. শফিকুল শেখ পালাতক ছিলেন।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সকাল ৭টার দিকে ববিতার শ্বশুরবাড়ি নড়াইলের শালবরাত গ্রামে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে বেধড়ক লাঠিপেটাসহ নির্যাতন করা হয়।

এআরএ/একে/আরআই