ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বৃষ্টিসহ ঝড়ো হাওয়া সেন্টমার্টিনে

প্রকাশিত: ১০:৫৪ পিএম, ২৯ মে ২০১৭

হালাকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বইছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। ভেঙে গেছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও ঘেরাবেড়া। সোমবার রাত ৯টার পর থেকে দ্বীপে বাতাস বইতে শুরু করে। ক্রমেই বাতাসের পরিমাণ বাড়ছে। আতঙ্কের রাত কাটছে সেন্টমার্টিনবাসীর।

তবে, প্রশাসনের বারবার মাইকিংয়ের পরও অধিকাংশ মানুষ বাসাবাড়ি ছাড়েনি বলে জানান ইউপি সদস্য হাবীব খান।

তিনি জানান, নিরাপদে আশ্রয় নেয়ার জন্য সকাল থেকে মাইকিং করা হয়েছে। অর্ধেকের বেশি মানুষ বিপদ মাথায় ঘরে রয়ে গেছে। যারা ঘর ছেড়েছে তাদের বিভিন্ন আবাসিক হোটেল, হাসপাতাল, ডাক বাংলো, আবহাওয়া অফিস ইত্যাদিতে আশ্রয় নিয়েছে।

তিনি আরও জানান, এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের খাবার ব্যবস্থা করা হয়নি।

এদিকে দ্বীপের ভাগ্যবিড়ম্বিত মানুষগুলোর জন্য নামেমাত্র হাসপাতালটি ছাড়া দুর্যোগকালেও মেডিকেল টিম গঠিত হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত সময়ের মধ্যে শুকনো খাবার, ওষুধপত্র সরবরাহ ও মেডিকেল টিম ব্যবস্থার দাবি জানান।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান নুর আহমদকে ফোন করলে তিনি টেকনাফে অবস্থান করায় পাওয়া যায়নি।

বিএ