রাস্তা পাকাকরণের দাবিতে সংবাদ সম্মেলন
কুড়িগ্রামের ৮নং ওয়ার্ডে অবস্থিত বাঘডোবারপাড় ও ডাকুয়াপাড়া এলাকার রাস্তা পাকাকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো শিরিন আক্তার।
সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র নুর ইসলাম নুরু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বাবু অলক সরকার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলুসহ কাউন্সিলর, এলাকার ভুক্তভোগি জনগণ।
সংবাদ সম্মেলনে বলা হয়, পৌরসভার ৮নং ওয়ার্ডের বাঘডোবারপাড় ও ডাকুয়াপাড়া নামক এলাকায় ৫ শতাধিকেরও বেশি লোকজনের বসবাস। শহরে প্রবেশের প্রধান সংযোগ সড়ক হওয়ায় সাধারণ মানুষ যাতায়াতের জন্য এই রাস্তাটি ব্যবহার করে আসছে। রাস্তাটি ইট সলিং, কালভার্ট ভেঙে যাওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। সাধারণ মানুষ ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে। ফলে প্রায় সময় নানা ধরনের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এলাকা মানুষজনদের।
রাস্তাটি সংস্কারের দাবিতে এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলীর মাধ্যমে মেয়রকে দেয়া হয়েছিল। যার প্রেক্ষিতে দ্রুত রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র। সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে বর্ষা মৌসুমের আগে রাস্তা পাকাকরণ কাজ শুরু করার দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে।
নাজমুল হোসেন/এমজেড/আরআই